দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চোখ ধাঁধানো অর্ধশতক রানের ইনিংস খেলার পথে ছক্কা হাঁকাচ্ছেন বাংলাদেশের স্বর্ণা আক্তার আসরের শুরু থেকেই ব্যাটিং ব্যর্থতা নিয়ে বিপাকে বাংলাদেশ। কিছুতেই যেন রানের দেখা পাচ্ছিলেন না নিগার সুলতানা জ্যোতিরা। অবশেষে ব্যাটিং ব্যর্থতার বৃত্ত ভাঙল টাইগ্রেসরা। টপ অর্ডার ব্যাটারদের গড়ে দেওয়া শক্ত ভিতে দাঁড়িয়ে রীতিমতো ঝড় তুললেন স্বর্ণা আক্তার। তার ঝড়ো ফিফটিতে দলও পেল রেকর্ড গড়া সংগ্রহ। সোমবার বিশাখাপত্তমে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৩২ রান করেছে বাংলাদেশ। যা নারী বিশ্বকাপে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ। ৫১ রানে অপরাজিত থাকেন স্বর্ণা। তার ৩৫ বলের আগ্রাসী ইনিংসটি সাজানো তিনটি করে ছক্কা-চারে। ইনিংসটির পথে ৩৪ বলে ফিফটি স্পর্শ করেন স্বর্ণা। মেয়েদের ওয়ানডেতে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে যা দ্রুততম। এতদিন রেকর্ডটি ছিল জ্যোতির।গত এপ্রিলে বিশ্বকাপের বাছাই...