বয়স যেন কেবল একটি সংখ্যা—৩৮ বছর বয়সেও মাঠে নামলেই রেকর্ডের পর রেকর্ড গড়ে চলেছেন লিওনেল মেসি। এবার যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) সুইডিশ তারকা জ্লাতান ইব্রাহিমোভিচকে ছাড়িয়ে নতুন ইতিহাস গড়েছেন ইন্টার মায়ামির এই আর্জেন্টাইন সুপারস্টার। রোববার (১২ অক্টোবর) আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে ৪-০ গোলের বড় জয়ে জোড়া গোল করেন মেসি। এর মাধ্যমে তিনি এক মৌসুমে নবমবারের মতো দুই বা ততোধিক গোল করার নজির গড়লেন, যা এমএলএস ইতিহাসে একটি একক রেকর্ড। এই জোড়া গোলের পর চলতি লিগে মেসির গোলসংখ্যা দাঁড়িয়েছে ২৬টি। গোল্ডেন বুটের দৌড়ে তিনি এখন এলএএফসি’র দ্যনি বুয়াঙ্গার চেয়ে দুই গোলে এগিয়ে রয়েছেন। পাশাপাশি, সবচেয়ে মূল্যবান খেলোয়াড় (MVP) পুরস্কার ধরে রাখারও জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে তাঁর সামনে। যদি এবারও পুরস্কার জিততে পারেন, তবে তিনি হবেন এমএলএস ইতিহাসের প্রথম খেলোয়াড় যিনি পরপর...