মার্কিন মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে সোমবার মুক্তি পাওয়া ফিলিস্তিনি বন্দিরা পশ্চিম তীর ও গাজায় পৌঁছালে আনন্দে ভরে ওঠে জনতা। বাসভর্তি বন্দিদের স্বাগত জানাতে হাজারো মানুষ রাস্তায় নেমে আসে, কেউ পতাকা নাড়ায়, কেউ প্রিয়জনের ছবি হাতে উল্লাস করে।হামাস গত বছর ৭ অক্টোবরের হামলায় আটক জীবিত শেষ ২০ জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়ার পর এই বন্দি বিনিময় শুরু হয়। চুক্তি অনুযায়ী, ইসরায়েল হত্যা ও অন্যান্য গুরুতর অপরাধে দণ্ডিত ২৫০ জন ফিলিস্তিনি, যুদ্ধ শুরুর পর থেকে আটক ১ হাজার ৭০০ জন, ২২ জন কিশোর ও ৩৬০ যোদ্ধার মৃতদেহ হস্তান্তর করছে।গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় খান ইউনুসের নাসের হাসপাতালে ভিড় জমে কয়েক হাজার মানুষের। অনেকে মুক্ত বন্দিদের স্বাগত জানাতে গান গেয়ে ও পতাকা ওড়াতে থাকেন। সেখানে উপস্থিত হামাসের সশস্ত্র শাখার সদস্যরাও কালো পোশাক পরে...