ভারতের ক্রিকেট অঙ্গনে নেমেছে শোকের ছায়া। স্থানীয় এক ম্যাচ চলাকালে হৃদয়বিদারক এক ঘটনায় মাঠেই প্রাণ হারিয়েছেন বাঁহাতি পেসার আহমার খান। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মোরাদাবাদে (১৩ অক্টোবর ২০২৫)। স্থানীয়ভাবে আয়োজিত ইউপি ভেটেরান্স ক্রিকেট টুর্নামেন্টে মুখোমুখি হয় মোরাদাবাদ ও সম্বল নামের দুটি দল। সম্বলের জয়ের জন্য শেষ ওভারে দরকার ছিল ১৪ রান। আহমার শেষ ওভারে বল করতে আসেন এবং চার বলে ১১ রান দিয়ে দেন। তার দল জয় পেলেও সেই জয়ের মুহূর্তেই ঘটে ট্র্যাজেডি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়—শেষ বলটি করার পরপরই হঠাৎ করে ক্রিজে বসে পড়েন আহমার খান। কিছু সময় পর মাটিতে লুটিয়ে পড়েন তিনি। প্রথমে কেউ কিছু...