হিমায়িত মাছ ও চিংড়ি রপ্তানি আয় ১৯ দশমিক ৩৩ শতাংশ বেড়েছে বিদায়ী অর্থবছরে হিমায়িত মাছ ও চিংড়ি রপ্তানি আয় ১৯ দশমিক ৩৩ শতাংশ বেড়েছে। ২০২৪-২০২৫ অর্থবছরে এ খাত থেকে আয় হয়েছে ৩৮৮ দশমিক ৭ মিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের ৩২৫ দশমিক ৭৩ মিলিয়ন ডলারের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। টানা চার বছরের মধ্যে এবারই সবচেয়ে শক্তিশালীভাবে ঘুরে দাঁড়িয়েছে হিমায়িত মাছ রপ্তানি খাত; যদিও আলোচ্য অর্থবছরে বঙ্গোপসাগর থেকে মাছ আহরণ ২১ শতাংশ কমেছে এবং চিংড়ি চাষেও রয়ে গেছে নানা ধরনের চ্যালেঞ্জ। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সর্বশেষ তথ্য অনুযায়ী, গত অর্থবছরে বাংলাদেশ ২৩ হাজার ২৩৮ টন হিমায়িত চিংড়ি রপ্তানি করে ২৯৬ দশমিক ২৯ মিলিয়ন ডলার আয় করেছে, যা আগের অর্থবছরের তুলনায় মূল্যে ১৯ দশমিক ৩২ শতাংশ এবং পরিমাণে ২১ দশমিক ৫ শতাংশ বেশি। প্রতি...