সরকারি প্রাথমিক স্কুলে সঙ্গীত শিক্ষক নিয়োগের কার্যক্রম অন্তর্বর্তী সরকার আপাতত এগিয়ে নেবে না বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি জানান, ধর্মীয় শিক্ষক হিসেবে নিয়োগ পাচ্ছেন কওমি মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস সনদপ্রাপ্তরা। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন। সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা–২০২৫-এর গেজেট অনুযায়ী দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। তবে এই সিদ্ধান্তের কঠোর সমালোচনা করে হেফাজতে ইসলাম, জামায়াতে ইসলামীসহ ধর্মভিত্তিক পাঁচ দলের নেতারা। ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন সাংবাদিকদের জানান, সঙ্গীত শিক্ষকের বিষয়টি নিয়ে যে ঘোষণা দেওয়া হয়েছে, সেটি এই সরকারের সময়ে বাস্তবায়িত হচ্ছে না। প্রাথমিক বিদ্যালয়ে কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিস সনদপ্রাপ্তদের ধর্মীয় শিক্ষক হিসেবে নিয়োগ দিতে...