ব্যস্ত একটা দিন কেটেছে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতির চুক্তি উদ্যাপন করতে ইসরায়েলে গেছেন, সে দেশের সংসদ নেসেটে বক্তব্য রেখেছেন। সেখান থেকে গেছেন মিশরে, তাঁরই প্রস্তাবিত ২০ দফা পরিকল্পনা অনুযায়ী সাজানো গাজা চুক্তির প্রথম দফার বাস্তবায়ন কী এবং কীভাবে হবে সে বিষয়ে আয়োজিত আন্তর্জাতিক বৈঠকে। তা মিশরে যাওয়ার আগে ইসরায়েলের সংসদেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পক্ষে কথা বলেছেন ট্রাম্প। নেসেটে ইসরায়েলের প্রেসিডেন্ট ইসাক হেরজগের প্রতি যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট আহ্বান জানিয়েছেন, নেতানিয়াহুর বিরুদ্ধে আনা সকল দুর্নীতির অভিযোগ খারিজ করে তাঁকে মুক্তি দেওয়া হোক। নেসেটে এক ঘণ্টারও বেশি সময় বক্তব্য রেখেছেন ট্রাম্প। বক্তব্যের এক পর্যায়ে ইসরায়েলের প্রেসিডেন্ট হেরজগের উদ্দেশে ট্রাম্প বলেন, ‘আমি কী বলি, একটা ভাবনা আমার মাথায় এসেছে। মি. প্রেসিডেন্ট, আপনি তাঁকে (নেতানিয়াহু) মুক্তি দিয়ে দিলে কেমন হয়? কিছু...