এবারের শারদীয় দুর্গাপূজা উৎসহ উদ্দীপনায় উদ্?যাপিত হলেও কোনো কোনো প্রতিমার অবয়বে অশুভশক্তির প্রকাশে শৈল্পিক দৃষ্টিভঙ্গি বা অসচেতনতাকে কেন্দ্র করে সরকারের আইনি পদক্ষেপ পূজার আয়োজক ও প্রতিমাশিল্পীদের মধ্যে একধরনের আতঙ্ক তৈরি করেছিল বলে জানিয়েছে পূজা উদ্?যাপন পরিষদ। স্বরাষ্ট্র উপদেষ্টার ‘ধর্মীয় অনুভূতিতে আঘাত’ অজুহাতে শিল্পী, পূজারি ও আয়োজকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার ঘোষণার বক্তব্য আয়োজক ও প্রতিমাশিল্পীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে, যা পরবর্তী পূজা-পার্বণে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন তারা। সোমবার, (১৩ অক্টোবর ২০২৫) ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটির এক যৌথ সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। পূজা উদ্যাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান। সারা দেশে এবার অত্যন্ত সুন্দরভাবে পূজা উদ্?যাপিত হয়েছে উল্লেখ করে সংবাদ সম্মেলনের বাসুদেব ধর...