জার্মানি এবার অভিবাসন আইনকে আরও কঠোর করে সুদক্ষ বিদেশি কর্মীদের জন্য তিন বছরের মধ্যে নাগরিকত্ব নেওয়ার সুবিধা বাতিল করেছে। দেশটির সংসদে নির্বাচিত সদস্যদের সম্মতিতে গত বছরের জুনে সাবেক চ্যান্সেলর ওলাফ শলজ সরকারের পাস করা ‘ফাস্ট-ট্র্যাক নাগরিকত্ব আইন’ বাতিল করা হয়। নতুন আইন অনুযায়ী জার্মানিতে আসা বিভিন্ন দেশের চিকিৎসক, গবেষক, তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ, প্রকৌশলীসহ উচ্চদক্ষ পেশাজীবীরা তিন বছরের মধ্যে দ্রুত নাগরিকত্ব পাওয়ার সুযোগ হারাচ্ছেন। জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ মের্জ ও স্বরাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার ডব্রিন্ড দেশটির সংসদে এই সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন। এর ফলে বিদেশি কর্মীদের মধ্যে ইতিবাচক ও নেতিবাচক প্রতিক্রিয়ার মিশ্রণ দেখা দিয়েছে। জার্মান স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নতুন বিধান অনুযায়ী যদি কোনো আবেদনকারী সন্ত্রাসী সংগঠনের সাথে যুক্ত, দেশবিরোধী...