বিশ্ববিখ্যাত ইসলামী চিন্তাবিদ ও বক্তা ড. জাকির নায়েক প্রথমবারের মতো বাংলাদেশ সফরে আসছেন। বহু বছর ধরে যিনি সারা বিশ্বের মুসলিম তরুণদের কাছে জ্ঞানের বাতিঘর হিসেবে পরিচিত, এবার তিনি বাংলাদেশের রাজধানী ঢাকায় একটি মেগা লেকচার ইভেন্টে অংশ নেবেন।ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানটির প্রোপ্রাইটার আলী রাজ জানান, আগামী ২৮ অথবা ২৯ নভেম্বর ঢাকায় ড. জাকির নায়েকের প্রথম প্রোগ্রাম অনুষ্ঠিত হবে। শুধু ঢাকাই নয়, দেশের অন্যান্য স্থানেও তাঁর লেকচার ইভেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে।তিনি আরও জানান, আগামী সোমবার একটি আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত সময়সূচি ও স্থান ঘোষণা করা হবে।আলী রাজ জোর দিয়ে বলেন, “ড. জাকির নায়েকের এই সফর বাণিজ্যিক উদ্দেশ্যে নয়। এটি সম্পূর্ণ একটি চ্যারিটি প্রোগ্রাম, যা ধর্মীয় শিক্ষার প্রসার ও সামাজিক ইতিবাচক পরিবর্তনে অবদান রাখবে।”ভক্ত ও অনুসারীদের দীর্ঘ প্রতীক্ষার পর তাঁর এই আগমনকে বাংলাদেশে...