নারীদের ওয়ানডে বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে হার মেনেছে বাংলাদেশ। সোমবার (১৩ অক্টোবর) রাতে বিশাখাপত্তনমে বাংলাদেশকে ৩ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। টস জিতে বাংলাদেশ আগে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ২৩২ রান সংগ্রহ করে। জবাবে শেষ ওভারে গিয়ে ৭ উইকেট হারিয়ে ২৩৫ রান করে জয় নিশ্চিত করে দক্ষিণ আফ্রিকা। এটা ছিল প্রোটিয়া মেয়েদের টানা তৃতীয় জয় আর বাংলাদেশের মেয়েদের টানা তৃতীয় হার।আরো পড়ুন:পাকিস্তানের ঘূর্ণিতে দিশেহারা দক্ষিণ আফ্রিকাজয় থেকে ৫৮ রান দূরে ভারত এই জয়ে ৪ ম্যাচ শেষে ৬ পয়েন্ট সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে ভারতকে পেছনে ফেলে। আর বাংলাদেশ ৪ ম্যাচ থেকে ২ পয়েন্ট নিয়ে আছে টেবিলের ষষ্ঠ স্থানে। রান তাড়া করতে নেমে তৃতীয় রানেই উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। তাজমিন ব্রিটস গোল্ডেন ডাক মেরে সাজঘরে ফেরেন।...