ক্রিকেট হোক বা ফুটবল, মাঠে প্রাণ হারানোর অনেক ঘটনাই আছে। তবে এবার ভারতে একটি স্থানীয় ক্রিকেট ম্যাচ চলাকালে শেষ ওভারে বল করে দলকে জেতানোর পরই মৃত্যুর কোলে ঢলে পড়েছেন আহমার খান নামের বাঁহাতি পেসার। ভারতীয় গণমাধ্যমের খবর, উত্তরপ্রদেশের মোরাদাবাদের বিলারি ব্লকে ইউপি ভেটেরান্স ক্রিকেট টুর্নামেন্টের সেই ম্যাচে অংশ নেয় মোরাদাবাদ ও সম্বল। ম্যাচটি জিততে শেষ ওভারে সম্বলের দরকার ছিল ১৪ রান। তবে আহমার খান শেষ ওভারে ১১ রান দিলে ২ রানের জয় পায় মোরাদাবাদ। তবে শেষ বলটি করার পরই হঠাৎ ক্রিজে বসে পড়েন...