শরীয়তপুরের জাজিরা উপজেলায় নিষেধাজ্ঞার সময় ইলিশ কেনায় পাঁচজনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার উপজেলার কাজীর মোড়, পৈলান মোল্লা কান্দি, বড়কান্দি এলাকায় নদীর পাড়ে অভিযান চালিয়ে তাদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে বলে জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাবেরী রায় জানান। উপজেলা প্রশাসন জানায়, মা ইলিশের প্রজনন মৌসুমে মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ২২ দিন বিভিন্ন নদ-নদীতে ইলিশ মাছ ধরা, বিক্রি, পরিবহন, মজুদে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। এটা ৩ অক্টোবর থেকে শুরু হয়ে ২৫ অক্টোবর পর্যন্ত চলবে। এ নিষেধাজ্ঞা অমান্য করে কিছু অসাধু জেলে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে জাজিরার পদ্মা নদীতে মাছ শিকার করে তা নদীর পাড়ে বিক্রি করে আসছিল। তাদের ঠেকাতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে...