বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন এবং নির্বাচনী প্রচারণায় সরাসরি নেতৃত্ব দেবেন বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমান। সোমবার (১৩ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ডেমোক্র্যাটিক লীগের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। আমান উল্লাহ আমান বলেন, “অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ঘোষণা করেছেন যে ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে আমাদের নেতা তারেক রহমান দেশে এসে অংশগ্রহণ করবেন এবং নির্বাচনী প্রচারণায় নেতৃত্ব দেবেন।” তিনি আরও বলেন, “তারেক রহমানের ভবিষ্যৎবাণী এখন বাস্তবে পরিণত হয়েছে। তিনি বলেছিলেন— ‘দেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে।’ আজ সেই কথাই সত্য হয়েছে।” কোনো দলের নাম উল্লেখ না করে বিএনপির এই নেতা বলেন, “আজকে বাংলাদেশের নির্বাচন...