জাতীয় ফুল ‘শাপলা’কে প্রতীক হিসেবে পেতে নির্বাচন কমিশনে (ইসি) লড়াই চালিয়ে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এবার বর্তমান প্রতীক ডাব ছেড়ে ‘শাপলা’ প্রতীক চেয়ে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছে বাংলাদেশ কংগ্রেস নামে একটি রাজনৈতিক দল। সোমবার (১৩ অক্টোবর) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের কাছে এ সংক্রান্ত আবেদনপত্র জমা দেন বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব অ্যাডভোকেট মো. ইয়ারুল ইসলাম। দলটির দাবি, যদি ‘শাপলা’কে নতুন দলীয় প্রতীক হিসেবে অনুমোদন দেওয়া হয়, তবে বর্তমানে ব্যবহৃত ‘ডাব’ প্রতীকের পরিবর্তে প্রথম দাবিদার হিসেবে তাদেরই অগ্রাধিকার দিতে হবে। এর আগে থেকেই জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নিজেদের দলের প্রতীক হিসেবে ‘শাপলা’ দাবি করে আসছে। ‘শাপলা’ ছাড়া দলের নিবন্ধন এবং জাতীয় নির্বাচনেও যাবে না বলে দলটি জানিয়ে দিয়েছে। তবে প্রতীকের তালিকায় ‘শাপলা’ না থাকায় কোনো দলকে শাপলা...