আগামী বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), সিনেট ছাত্র প্রতিনিধি এবং হল সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাসে থাকছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। তিন দিনব্যাপী (১৫, ১৬ ও ১৭ অক্টোবর) নির্বাচনী সময় জুড়ে মোতায়েন থাকবে দুই হাজার পুলিশ সদস্য, ১২ প্লাটুন র্যাব ও ৬ প্লাটুন বিজিবি সদস্য। সোমবার (১৩ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনে রাকসু নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। তিনি বলেন, “নির্বাচন চলাকালে ক্যাম্পাসে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হবে। র্যাব ও বিজিবি সদস্যরা ক্যাম্পাসে অস্থায়ী ক্যাম্প স্থাপন করবেন। প্রয়োজনে মোতায়েনের মেয়াদও বাড়ানো হতে পারে। ” আরএমপি কমিশনার আরও জানান, এখন পর্যন্ত কোনো ধরনের অঘটনের গোয়েন্দা তথ্য পাওয়া যায়নি, পরিস্থিতিও...