“আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫” উপলক্ষে যশোরে র্যালি, আলোচনা সভা ও ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের মহড়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসন ও ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের যৌথ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।দিবসটি উপলক্ষে সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে কালেক্টরেট ভবনের সভাকক্ষ “অমিত্রাক্ষর”-এ আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক আজহারুল ইসলাম। তিনি বলেন, “দুর্যোগ...