রাষ্ট্র সংস্কারের সিদ্ধান্ত ও বাস্তবায়নের অঙ্গীকারনামা সম্বলিত জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের দিনটিকে স্মরণীয় করে রাখতে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় মঞ্চ তৈরিসহ আনুষঙ্গিক কাজ শুরু হয়েছে। সনদে সইয়ের অনুষ্ঠানের সূচি এখনও চূড়ান্ত না হলেও সেদিনের আনুষ্ঠানিকতার জন্য প্রয়োজনীয় সাজসজ্জার কাজে নেমে পড়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। সেদিন সেখানে বিভিন্ন প্রদর্শনীর আয়োজন থাকবে বলে আভাস দিয়েছেন এ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। সোমবার সংসদ ভবন এলাকায় গিয়ে দেখা যায়, মঞ্চ তৈরির পাশাপাশি জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সাজসজ্জা নিয়ে কাজ করছেন অনেকে। আগামী ১৭ অক্টোবর শুক্রবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এক অনুষ্ঠানে সনদে সই করার কথা রয়েছে রাজনৈতিক দলগুলোর। অনুষ্ঠানে নেতৃত্ব দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি মুহাম্মদ ইউনূস। এতে সারাদেশ থেকে বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত থাকবেন। সংসদের দক্ষিণ...