বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি-বিইউবিটিতে শিক্ষক দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে রোববার বিশ্ববিদ্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিইউবিটি কর্তৃপক্ষ। অনুষ্ঠানের শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক, সাহিত্যিক প্রয়াত সৈয়দ মনজুরুল ইসলামের প্রয়াণে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিইউবিটির উপাচার্য অধ্যাপক এ বি এম শওকত আলী। তিনি তার বক্তব্যে ছাত্রজীবনের শিক্ষকদের স্মরণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, “একজন শিক্ষকের প্রভাব কেবল পাঠদানে সীমাবদ্ধ নয়, বরং শিক্ষার্থীর চরিত্র, নৈতিকতা ও জীবনদর্শন গঠনে তিনি অনন্য ভূমিকা রাখেন।” আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক তৌহিদুল কবির। শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষা ও গবেষণায় অবদানের স্বীকৃতিতে বিইউবিটির আইকিউএসি পরিচালক অধ্যাপক শান্তি নারায়ণ ঘোষকে বিশেষ সম্মাননা...