আনোয়ার ল্যান্ডমার্কের ফ্ল্যাট কেনার ক্ষেত্রে ‘বিশেষ ছাড়’ পাবেন প্রাইম ব্যাংকের গ্রাহকরা। সম্প্রতি আনোয়ার ল্যান্ডমার্কের সঙ্গে এ বিষয়ে একটি ‘কৌশলগত অংশীদারত্ব চুক্তি’ করার কথা জানিয়েছে প্রাইম ব্যাংক কর্তৃপক্ষ। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রাইম ব্যাংক জানায়, সম্প্রতি রাজধানীর গুলশানে ব্যাংকের করপোরেট অফিসে এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়। প্রাইম ব্যাংকের পক্ষে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এম নাজিম এ চৌধুরী, এবং আনোয়ার ল্যান্ডমার্ক লিমিটেডের পক্ষে চিফ এক্সিকিউটিভ অফিসার মোহাম্মদ ফাসিউল মওলা চুক্তিতে স্বাক্ষর করেন। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “এই অংশীদারত্বের আওতায় প্রাইম ব্যাংকের গ্রাহকরা আনোয়ার ল্যান্ডমার্ক লিমিটেড থেকে ফ্ল্যাট ক্রয়ের ক্ষেত্রে বিশেষ মূল্য ছাড় সুবিধা পাবেন, যা তাদেরকে দেশের প্রিমিয়াম রিয়েল এস্টেট প্রকল্পে বিনিয়োগের সুযোগ আরও...