মো. নূরুল ইসলাম বুলবুল বলেছেন, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতা ভারসাম্যের প্রস্তাবে যেই দল ‘নোট অব ডিসেন্ট’ (আপত্তি) দিয়েছে তারা চায় আবারও প্রধানমন্ত্রী একক ক্ষমতার অধিকারী হয়ে একনায়কতন্ত্রের পুনরাবৃত্তি ঘটাতে। তারা মিডিয়ার সামনে নীতি কথা বললেও বাস্তবে তাদের আদর্শ ও চেতনার সাথে কোনো মিল নেই। তারা ক্ষমতায় গিয়ে দুই বছর পর জুলাই সনদ বাস্তবায়ন করবে বলার অর্থ হচ্ছে শুভঙ্করের ফাঁকি। ক্ষমতায় গিয়ে সংস্কার বাস্তবায়ন করতে চাইলে ক্ষমতায় যাওয়ার আগে এখন বাস্তবায়নে আপত্তি কেন প্রশ্ন রেখে তিনি ঐ দলকে জাতির সামনে প্রশ্নের জবাব দিতে আহ্বান জানান। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর জননেতা মো. নূরুল ইসলাম বুলবুল বলেছেন, নির্বাচন যত দ্রুত হবে জামায়াতে ইসলামী ততই উপকৃত হবে। ফেব্রুয়ারিতেই নির্বাচন হতে হবে। নির্বাচন নিয়ে কোনো টালবাহানা চলবে...