ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে দেওয়া ভাষণে ২০২৩ সালের ৭ অক্টোবরের হামাসের হামলার ভয়াবহতার কথা স্মরণ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তিনি ওই হামলাকে “হলোকাস্টের পর ইহুদিদের ওপর অন্যতম ভয়াবহ বর্বরতা” বলে বর্ণনা করেছেন। ইসরায়েলকে নতুন করে সমর্থন জানিয়ে ট্রাম্প বলেন, “জেনে রাখবেন, আপনাদের সঙ্গে যুক্তরাষ্ট্র আছে সেই দুই অটল শপথে—‘কখনও ভুলব না’ এবং ‘কখনও হতে দেব না’।’’ তিনি বলেন, “ইসরায়েলি ও ফিলিস্তিনিদের জন্য দীর্ঘ ও বেদনাদায়ক দুঃস্বপ্ন এখন শেষ। এটি ইসরায়েল এবং সমগ্র মধ্যপ্রাচ্যের জন্য এক নতুন উদ্দীপনার সময়।” সোমবারের এই ভাষণে ট্রাম্প আরও বলেন, “দশকের পর দশক ধরে এই অঞ্চলে যে বিশৃঙ্খলা, সন্ত্রাস আর ধ্বংসের ছায়া ছিল, তা এখন দুর্বল, বিচ্ছিন্ন ও পরাজিত। সভ্যতার শত্রুরা এখন পিছু হটছে—আমাদের কারণেই।” ট্রাম্প তার বিশেষ দূত স্টিভ উইটকফ, উপদেষ্টা ও জামাতা জ্যারেড কুশনার—যিনি...