চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনকে ঘিরে পুরো ক্যাম্পাস এখন নির্বাচনী আমেজে ভাসছে। নির্বাচনের মাত্র ২ দিন বাকি আর সোমবার (১৩ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে শেষ হচ্ছে প্রচার-প্রচারণা। শেষ দিনেও প্রার্থীরা জয় করতে মরিয়া ভোটারদের মন।সংশোধিত তপসিল অনুযায়ী, আগামী ১৫ অক্টোবর অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।এদিকে সোমবার সকাল থেকেই স্টেশন, ঝুপড়ি, মূল ফটকসহ, বিভিন্ন অনুষদে প্রার্থীদের পদচারণায় সরব হয়ে ওঠে ক্যাম্পাস। লিফলেট হাতে হাসি মুখে প্রচারণার শেষ দিনেও যেন উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি কোণে। সোমবার রাত ১২টা পর্যন্ত প্রচারণার মাধ্যমে শেষ হবে এবারের চাকসু নির্বাচনের প্রচারণা।তবে, প্রচলিত প্রচারণার ধারার বাহিরে দেখা গেছে কিছু অভিনব আয়োজনও। কেউ স্কেটিং করে প্রচারণা চালাচ্ছেন, কেউ আবার চার্লি চ্যাপলিনের সেজে শিক্ষার্থীদের কাছে প্রচারণা চালাচ্ছেন। এতে ভোটারদের আগ্রহ যেমন বেড়েছে, তেমনি নির্বাচনী আমেজে যুক্ত হয়েছে এক ভিন্ন মাত্রা।একটি...