জেন-জির (Gen-Z) নেতৃত্বে তীব্র বিক্ষোভের মুখে মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা দেশ ত্যাগ করেছেন বলে জানিয়েছে বিরোধীদল ও সরকারি সূত্র। সোমবার (১৩ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, সেনাবাহিনীর কয়েকটি ইউনিট বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দেওয়ার পর রাজোয়েলিনা রোববার রাতে দেশ ছাড়েন। বিরোধীদলীয় নেতা ও সংসদের বিরোধীদলীয় প্রধান সিটেনি র্যানড্রিয়ানাসোলোনিয়াইকো রয়টার্সকে বলেন, আমরা প্রেসিডেন্টের দপ্তরে যোগাযোগ করে বিষয়টি নিশ্চিত হয়েছি। তারা জানিয়েছে, প্রেসিডেন্ট দেশ ছেড়েছেন।” তবে রাজোয়েলিনা বর্তমানে কোন দেশে অবস্থান করছেন, সে সম্পর্কে...