ঢাকায় শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জ ও হামলার প্রতিবাদে সারা দেশের মতো যশোরেও কর্মবিরতি, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৩ অক্টোবর) সকাল ১১টায় প্রেসক্লাব যশোরের সামনে ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’-এর উদ্যোগে এক ঘণ্টাব্যাপী এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা সারাদেশে কর্মবিরতির অংশ হিসেবে এই কর্মসূচিতে অংশ নেন।সমাবেশে বক্তারা বলেন,“ঢাকায় শিক্ষকদের ওপর যে ন্যাক্কারজনক হামলা চালানো হয়েছে, তা সভ্য সমাজে কখনো গ্রহণযোগ্য নয়। জাতির কারিগর শিক্ষকদের এভাবে রক্তাক্ত করা ও অপমান-অপদস্থ করা লজ্জাজনক।” তাঁরা এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। বক্তারা আরও বলেন, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবি দীর্ঘদিনেও বাস্তবায়িত হয়নি। এবার দাবি পূরণ না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চলবে বলে ঘোষণা দেন তাঁরা।শিক্ষকদের তিন দফা দাবি হলো বাড়িভাড়া ৫০০ টাকা নয়,...