চট্টগ্রামে দেশীয় অস্ত্র ও দুই রাউন্ড গুলি সহ একজনকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের (উত্তর ও দক্ষিণ) সদস্যরা। সোমবার (১৩ অক্টোবর) বিষয়টি জানান মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক (নিরস্ত্র) ফজলে রাব্বী কায়সার। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রোববার বিকাল ৪.৩৫ মিনিটে সঙ্গীয় ফোর্স সহ নগরীর পাঁচলাইশ মডেল থানাধীন বন গবেষণা ইনস্টিটিউট রোডস্থ ফরেস্ট রেলওয়ে গেট এর দক্ষিণ পার্শ্বে পাকা রাস্তার উপর অস্থায়ী চেকপোস্টের সামনে একটি সিএনজিচালিত অটোরিকশার (চট্ট-মেট্রো-থ-১২-৬০০১) এক যাত্রীর কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করে। তিনি আরও বলেন, সিএনজি অটোরিকশাকে থামানোর পর পিছনের সিটে বসে থাকা যাত্রীকে বের হতে বললে সে গাড়ি হতে নেমে দৌড়ে পালানোর চেষ্টাকালে ডিবির অভিযানিক দল তাকে আটক করতে সক্ষম হয়। আটক পরবর্তী উক্ত ব্যক্তিকে নাম-ঠিকানা জিজ্ঞাসাবাদে...