সাত সরকারি কলেজকে নিয়ে নতুন বিশ্ববিদ্যালয় গঠনের অধ্যাদেশের কাজ প্রায় ৮০ শতাংশ সম্পন্ন হয়েছে বলে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আশ্বাস পেয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এ আশ্বাসের ভিত্তিতে সোমবার সন্ধ্যার পর তারা আজকের মতো অবস্থান কর্মসূচি স্থগিত করেছেন। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সচিবালয় থেকে বের হয়ে ঢাকা কলেজের শিক্ষার্থী তানজীমুল আবিদ জানান, তারা শিক্ষা উপদেষ্টার ব্যক্তিগত সচিবের সঙ্গে দেখা করেছেন। সেখানে জানানো হয়, অধ্যাদেশের কাজ বর্তমানে দ্বিতীয় ধাপে রয়েছে, যা সবচেয়ে সময়সাপেক্ষ। এখন পর্যন্ত প্রায় ৬ হাজার ই-মেইল যাচাইয়ের কাজ চলছে, যা সম্পন্ন করতে অতিরিক্ত জনবল নিয়োগ দেওয়া হয়েছে। তিনি বলেন, “অধ্যাদেশের এই ধাপ শেষ হলে পরবর্তী ধাপগুলো—কেবিনেটে উপস্থাপন ও রাষ্ট্রপতির স্বাক্ষর—খুব অল্প সময়েই সম্পন্ন করা সম্ভব হবে।” শিক্ষার্থী প্রতিনিধিরা জানান, চলমান আন্দোলনে তাদের কয়েকজন সহপাঠী আহত হয়েছেন। একজন শিক্ষার্থীকে শিক্ষকদের...