বিষয়টি নিয়ে কয়েকজন ব্যবসায়ীর বক্তব্য ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে নানা সমালোচনার সৃষ্টি হয়। স্থানীয়রা অভিযোগ করছেন, এসব দোকানের কারণে সড়কে যানজটের মতো সমস্যা হলেও দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রশাসন দোকানগুলো তুলে দিলে কয়েক ঘণ্টা পর আবার বসে। ফুটপাত দখলের কারণে যাত্রীদের ওঠানামা করতে হয় মূল সড়ক দিয়ে। এমনকি পথচারীদেরও হাঁটতে হয় গাড়ির ফাঁকে ফাঁকে। এর সঙ্গে যোগ হয়েছে অবৈধ তিন চাকার যানবাহনের দৌরাত্ম্য। ট্রাফিক পুলিশের চোখের সামনেই এগুলো চলছে, কিন্তু কার্যকর ব্যবস্থা খুব একটা নেই। সোমবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় সরেজমিন দেখা যায়, ফুটপাত ছাপিয়ে সড়কে গড়ে উঠেছে একশর বেশি দোকান। এসব অস্থায়ী দোকানে বিক্রি হচ্ছে কাঁচা সবজি, আদা, পেঁয়াজ, রসুন, ফলমূল, শুঁটকি মাছ। সন্ধ্যা হলে এর সঙ্গে যোগ হয় মাছ ব্যবসায়ীরা। দিনে উপজেলার বিভিন্ন বাজারে বিক্রি করে...