দেশের আলোচিত নারী উদ্যোক্তা ও ইনফ্লুয়েন্সার রোবাইয়াত ফাতিমা তনি আবারও বিয়ে করেছেন। তাঁর স্বামীর নাম মো. সিদ্দিক। গত রোববার (১২ অক্টোবর) রাতে সিদ্দিক নিজের ফেসবুক আইডিতে তনির সঙ্গে দুটি ছবি শেয়ার করে স্ত্রীকে ধন্যবাদ জানান। এর কিছু সময় পরেই রোববার মাঝরাতে, স্বামীর জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে একগুচ্ছ ছবি প্রকাশ করেন তনি। বিয়ের খবরটি প্রকাশ পাওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের মধ্যে কৌতূহল ছড়িয়ে পড়ে কাকে বিয়ে করলেন তনি? জানা গেছে, উদ্যোক্তা তনির নতুন স্বামী মো. সিদ্দিক মানসিব টেলিকমের মালিক ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি)। সিদ্দিকের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে থাকা তথ্যে দেখা যায়, তিনি যুক্তরাজ্যের ডি মন্টফোর্ট ইউনিভার্সিটি (ডিএমইউ) থেকে পড়াশোনা করেছেন এবং বর্তমানে যুক্তরাজ্যেই বসবাস করছেন। তাঁর গ্রামের বাড়ি খুলনায়। রোববার দিবাগত রাতে সিদ্দিক নিজের ফেসবুকে লেখেন,“আরেকটি বছর কেটে গেল, কিন্তু...