স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, “দেশে স্তন ক্যান্সারসহ বিভিন্ন ধরনের ক্যান্সার রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ক্যান্সার প্রতিরোধে খাদ্যাভ্যাস পরিবর্তন করা থেকে শুরু করে জনসাধারণকে আরো বেশি স্বাস্থ্য সচেতন হতে হবে।” সোমবার (১৩অক্টোবর) রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে ‘স্তন ক্যান্সার সচেতনতা মাস ২০২৫’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নাসির উদ্দীন। বিশেষজ্ঞ চিকিৎসক তৈরির আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, “আমাদের দেশের ৬৪ জেলায় ক্যান্সার সচেতনতার বিষয়টি পৌঁছে দিতে হলে পর্যাপ্ত সংখ্যক বিশেষজ্ঞ চিকিৎসক তৈরি করতে হবে। বর্তমান সরকার প্রতিটি বিভাগীয় হাসপাতালে ক্যান্সার, কিডনি ও ডায়ালাইসিস চিকিৎসার ব্যবস্থা করেছে।” ক্যান্সার চিকিৎসার জন্য অপরিহার্য লিনাক মেশিন সম্পর্কে উপদেষ্টা আরো বলেন, “এই মেশিন...