তিনি আরও বলেন, 'আইনশৃঙ্খলা বাহিনী কাউকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার বললে, আইন অনুযায়ী ২৪ ঘণ্টার মধ্যে আদালতে হাজির করতে হয়।' সোমবার (১৩ অক্টোবর) বিকালে ট্রাইব্যুনালের কার্যক্রম শেষে আইসিটি প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তাজুল ইসলাম। সেনাবাহিনী তাদের ১৫ কর্মকর্তাকে গ্রেফতার করতে পারে কি না—এর উত্তরে তিনি 'না' বলেন এবং ব্যাখ্যা করেন, 'শুধু আইন-শৃঙ্খলা বাহিনীই কাউকে গ্রেফতার করতে পারে। ডেফিনেটলি আইন-শৃঙ্খলা বাহিনী মানে পুলিশ।' 'আর্মির গ্রেফতারের ক্ষমতা নেই' উল্লেখ করে চিফ প্রসিকিউটর বলেন, 'এটা নিয়ে বিভ্রান্তির সুযোগ নেই। আদেশ পালনের (সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা) ব্যাপারে সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের অফিসারকে অবহিত করা হয়েছে। তারা গ্রেফতার করবেন না। অবহিত থাকার অর্থ হচ্ছে, যখন পুলিশ গ্রেফতারি পরোয়ানা তামিল করতে যাবে, তারা অবহিত থাকলে সাহায্য করতে পারবেন।' আজ দ্বিতীয় দিনের মতো ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ...