১৩ অক্টোবর ২০২৫, ০৯:১২ পিএম | আপডেট: ১৩ অক্টোবর ২০২৫, ০৯:১২ পিএম সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-থ্রীপিচ ও মাদক আটক করেছে বিজিবি। ভারত থেকে খৈল আমদানির মিথ্যা ঘোষণা দিয়ে জবা এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান এসব মালামাল ভোমরা স্থলবন্দরে আনা হয় বলে জানিয়েছে বিজিবি। সোমবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক কর্ণেল মোঃ আশরাফুল হক প্রেসবার্তায় জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, গতকাল রোববার সন্ধ্যায় ভারত থেকে একটি খৈল বোঝাই ট্রাক (WB -57D6151) আইসিপি দিয়ে ভোমরা স্থলবন্দরে আনা হচ্ছে। শুল্ক ফাঁকি দিয়ে ট্রাকের খৈল বস্তার ভেতরে উন্নত মানের শাড়ি,থ্রী-পিচ ও মাদক রয়েছে। বিষয়টি ভোমরা বিজিবি ক্যাম্পকে অবহিত করা হলে বিজিবি সদস্যরা ট্রাকটি নজরে রাখে। এক পর্যায়ে ভারতীয় ট্রাকটিতে ৩০ টন খৈল আছে মর্মে বিজিবি চেকপোস্টে কাগজপত্র...