ভারতের উত্তরপ্রদেশের বাগপত জেলায় এক ইমামের স্ত্রী ও দুই কন্যাশিশুকে ঘরের ভেতরে নৃশংসভাবে খুন করা হয়েছে। গতকাল শনিবার তাঁদের রক্তাক্ত দেহ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন গাঙ্গনাউলি গ্রামের প্রধান মসজিদের ইমাম ইব্রাহিমের স্ত্রী ইশরানা (৩০) এবং তাঁদের দুই মেয়ে সোফিয়া (৫) ও সুমাইয়া (২)। মসজিদের প্রাঙ্গণে অবস্থিত ইমামের বাসভবনের ভেতরেই তাঁদের দেহ পড়ে থাকতে দেখা যায়। ঘটনার সময় ইমাম ইব্রাহিম কাজের জন্য দেওবন্দে ছিলেন। প্রতিদিনের পাঠের জন্য মসজিদে আসা শিশুদের মধ্যে কয়েকজন প্রথমে লাশগুলো দেখে চিৎকার শুরু করলে বিষয়টি প্রকাশ্যে আসে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ সুপার সুরজ কুমার রাই, অতিরিক্ত এসপি প্রবীণ কুমার চৌহান এবং সার্কেল অফিসার বিজয় কুমার ঘটনাস্থলে যান। লাশগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। লাশ সরানোর সময় বিক্ষুব্ধ গ্রামবাসী ঘটনাস্থলে জড়ো হয়ে দ্রুত বিচার দাবি করে। তবে...