অবশেষে ৫২ বছরের রেকর্ড ভেঙে দিল অস্ট্রেলিয়া নারী দল!ওডিআই ক্রিকেটের ইতিহাসে রান তাড়া করে ৩৩০ পেরিয়ে জেতার নজির নেই—কিন্তু ভারতের মাটিতে সেই অসম্ভবকেই সম্ভব করল অজিরা। বিশাখাপত্নমে টস হেরে আগে ব্যাট করতে নেমে ৩৩০ রানে অলআউট হয় ভারতীয় নারীরা।প্রাতিকা রাওয়াল (৭৫) ও স্মৃতি মান্ধানা (৮০)-র দুর্দান্ত সূচনা দিলেও মাঝপথে ধস নামে ইনিংসে। হারলিন দোয়েল (৩৮) ও রিচা ঘোষ (৩২)-এর রানও জয়ের জন্য যথেষ্ট হয়নি। অজিদের হয়ে ৫ উইকেট নেন সাদারল্যান্ড। জবাবে রানের পাহাড় টপকাতে নেমেঅ্যালিসা হিলিরব্যাটে ঝড়—মাত্র ১৪২ রানে অজিদের জয়ের ভিত গড়ে দেন...