বলিউডের সবচেয়ে জনপ্রিয় ও সফল ‘তিন খান’ শাহরুখ, সালমান ও আমির। তারা দুজন হয়ে একসঙ্গে সিনেমা করলেও তিনজনকে কখনো এক ফ্রেমে পাওয়া যায়নি। সে নিয়ে কম আলোচনা হয়নি বি টাউনে। বেশ কয়েকবার ঘোষণাও এসেছে তিন খানকে এক সিনেমায় দেখা যাবে বলে। তবে শেষ পর্যন্ত সব ঘোষণা আর গুঞ্জনেই আটকে আছে। তবে তিন খানকে একসঙ্গে দেখতে আগ্রহী যারা তাদের জন্য সুখবর আছে। একসঙ্গে সৌদি আরবের রিয়াদে হাজির হতে যাচ্ছেন তারা। গত কয়েক দশক ধরে আলাদা আলাদা সিনেমা ও শোতে রাজত্ব করা এই তিন খানের একসঙ্গে উপস্থিতি ভক্তদের জন্য বিশেষ আকর্ষণ হবে। ১৬ ও ১৭ অক্টোবর রিয়াদের বুলেভার্ড সিটির এসইএফ এরেনায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক বাণিজ্য ও বিনোদন সম্মেলন ‘জয় ফোরাম’-এ তিন খানের একসঙ্গে উপস্থিতি নিশ্চিত হয়েছে। বিশেষত ১৭ অক্টোবরের একটি সেশনে তারা অংশ...