চট্টগ্রামের কর্ণফুলী থানা এলাকায় অপহরণের মাত্র এক ঘণ্টার মধ্যেই পুলিশের তৎপরতায় সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে। এসময় অভিযুক্ত অপহরণকারীকেও গ্রেফতার করা হয়। সোমবার (১৩ অক্টোবর) সকাল ১০টার দিকে চট্টগ্রামের কর্ণফুলী থানা এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার সৈন্যারটেক আজিম হাকিম স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র সাইদুল ইসলাম সাইমকে (১৩) কৌশলে অপহরণ করে অভিযুক্ত আল হাসান (২৫)। অপহরণের পর কোতোয়ালি থানার স্টেশন রোড নুর মার্কেট এলাকার হোটেল ছোবাহানে নিয়ে যায় শিশুটিকে। পরে সে শিশুটির পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে। অভিযোগ পেয়ে ওই শিশুকে উদ্ধার অভিযানে নামে কর্ণফুলী থানা পুলিশ। তথ্যপ্রযুক্তি...