রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চলছে দালালের দৌরাত্ম্য। রোগীর জন্য ট্রলি ও শয্যা পেতে তাদের দিতে হয় এক হাজার টাকা পর্যন্ত ঘুষ। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে হাসপাতালটিতে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (১৩ অক্টোবর) রাতে দুদকের উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। অভিযান প্রসঙ্গে এক সংবাদ বিজ্ঞপ্তিতে আকতারুল ইসলাম জানান, অভিযানের শুরুতে দুদকের দল ছদ্মবেশে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করে। এসময় প্রতিষ্ঠানের ভেতরে ও বাইরে দালালদের ব্যাপক উপস্থিতি পরিলক্ষিত হয়। দুদকের দল অভিযোগ পায় যে দালালরা রোগীদের ওয়ার্ডে ভর্তি করানো ও শয্যা বরাদ্দের জন্য ৫০০ থেকে এক হাজার টাকা পর্যন্ত দাবি করে থাকেন। অভিযানে এর প্রমাণও পাওয়া যায়। এছাড়া, হাসপাতালের বিভিন্ন কার্যক্রমে নিয়োজিত আউটসোর্সিং কর্মচারীরাও রোগীদের জন্য বিনা মূল্যে ব্যবহারের ট্রলি ও শয্যার ক্ষেত্রে একইভাবে ৫০০...