৬৮ দশমিক ২ শতাংশ নারী ও ৪৫ দশমিক ৯ শতাংশ পুরুষ সংসদের উচ্চকক্ষে পিআর পদ্ধতি সম্পর্কে কিছু শোনেননি। এছাড়া বেড়েছে সিদ্ধান্তহীন ভোটারের সংখ্যা। আর ভোটের ব্যাপারে অনাগ্রহ দেখা গেছে শ্রমজীবী নারীদের মধ্যে। বেসরকারি ৩টি সংস্থার পরিচালিত জরিপ নিয়ে সোমবার সকালে এক গোলটেবিল বৈঠকে এসব তথ্য তুলে ধরা হয়। ভোটারদের চিন্তাভাবনা জানতে দুই ধাপে জরিপ চালায় বেসরকারি সংস্থা ভয়েস ফর রিফর্ম, ব্রেইন ও ইনোভিশন। এ নিয়ে ধারাবাহিক আলোচনার আয়োজন করে আসছে তারা। সোমবার রাজধানীর কারওয়ান বাজারে হয়ে গেল তৃতীয় পর্যায়ের বিশ্লেষণ ও গোলটেবিল আলোচনা, যার শিরোনাম ছিল ‘ভোটারদের সিদ্ধান্তে সামাজিক প্রেক্ষাপট ও ভিন্নতার প্রভাব’। ১০ হাজার ৪১৩ জনের ওপর চালানো জরিপে প্রশ্ন রাখা হয় সংসদের উচ্চকক্ষে পিআর পদ্ধতি বিষয়ে। এ নিয়ে প্রতিক্রিয়া জানান সাড়ে ৪ হাজার উত্তরদাতা। এতে দেখা যায়, বেশির...