বিক্ষোভে উত্তাল মাদাগাস্কারে সেনাবাহিনীর একটি অংশ বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দেওয়ার পর দেশ ছেড়েছেন প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা। বিরোধীদলীয় নেতা ও সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, তিনি একটি ফরাসি সামরিক বিমানে দেশ ত্যাগ করেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। বিরোধীদলীয় নেতা সিতেনি র্যান্ড্রিয়ানাসোলোনিয়াইকো বলেন, আমরা প্রেসিডেন্ট কার্যালয়ে যোগাযোগ করেছিলাম, তারা নিশ্চিত করেছে রাজোয়েলিনা দেশ ছেড়েছেন। তার বর্তমান অবস্থান জানা যায়নি। রাজোয়েলিনার কার্যালয় জানিয়েছিল, সোমবার সন্ধ্যা ৭টায় তিনি জাতির উদ্দেশে ভাষণ দেবেন। কিন্তু পরবর্তীতে কোনও মন্তব্য জানানো হয়নি। রয়টার্সকে এক সামরিক সূত্র জানিয়েছে, রবিবার সেন্ট মেরি বিমানবন্দরে ফরাসি সেনাবাহিনীর একটি কাসা বিমান অবতরণ করে। কিছুক্ষণ পর একটি হেলিকপ্টার এসে যাত্রীকে বিমানে তোলে। ওই যাত্রী ছিলেন প্রেসিডেন্ট রাজোয়েলিনা। ফরাসি রেডিও আরএফআই জানিয়েছে, দেশ ছাড়ার আগে রাজোয়েলিনা ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে একটি চুক্তিতে পৌঁছান।...