জেন-জিদের বিক্ষোভের মুখে এবার আফ্রিকার দ্বীপরাষ্ট্র মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা দেশ থেকে পালিয়ে গেছেন। এমনটি জানিয়েছে ফ্রান্সের রেডিও আরএফআই। প্রতিবেদনে বলা হয়, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর সঙ্গে গোপন চুক্তির পর রাজোয়েলিনাকে ফরাসি সামরিক উড়োজাহাজে করে দেশ থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এদিকে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে বিরোধীদলীয় নেতা সিতেনি র্যান্ড্রিয়ানাসোলোনিয়াইকো বলেন, আমরা প্রেসিডেন্ট কার্যালয়ে যোগাযোগ করেছিলাম, তারা নিশ্চিত করেছে রাজোয়েলিনা দেশ ছেড়েছেন। তার বর্তমান অবস্থান জানা যায়নি। সেনাবাহিনীর একটি গুরুত্বপূর্ণ ইউনিট তার প্রতি সমর্থন প্রত্যাহার করার পর রাজুয়েলিনা ক্রমেই বিচ্ছিন্ন হয়ে পড়ছিলেন। ওই ইউনিটটি হাজারো জেন-জি তরুণের সঙ্গে দুর্নীতি ও দারিদ্র্যের বিরুদ্ধে এবং তার পদত্যাগের দাবিতে বিক্ষোভে যোগ দেয়। সেপ্টেম্বরের ২৫ তারিখে খাবার পানি ও বিদ্যুতের সংকট ঘিরে প্রাক্তন ফরাসি উপনিবেশটিতে বিক্ষোভ শুরু...