১৩ অক্টোবর ২০২৫, ০৯:৪৬ পিএম | আপডেট: ১৩ অক্টোবর ২০২৫, ০৯:৪৬ পিএম বিশ্ববিদ্যালয়গুলোর মান ও আন্তর্জাতিক অবস্থান মূল্যায়নের ক্ষেত্রে অন্যতম প্রভাবশালী সংস্থা টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) সম্প্রতি প্রকাশ করেছে তাদের ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২৬। এবারের তালিকায় বাংলাদেশ থেকে স্থান পেয়েছে মোট ২৮টি বিশ্ববিদ্যালয়। তবে টেক্সটাইল বিষয়ে বিশেষায়িত দেশের একমাত্র সরকারি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) এবারও টিএইচই র্যাঙ্কিংয়ে জায়গা পায়নি। প্রকাশিত তালিকা বিশ্লেষণ করে দেখা যায়, ২২টি বিশ্ববিদ্যালয় সরাসরি র্যাঙ্কিংয়ে থাকলেও বাকি ৬টি রয়েছে ‘রিপোর্টার’ ক্যাটাগরিতে। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে বেশিরভাগই অবস্থান করছে ৮০০ র্যাঙ্কের পরবর্তী স্তরে। তালিকার শীর্ষে রয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ ইউনিভার্সিটি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়। এছাড়া ‘রিপোর্টার’ ক্যাটাগরিতে স্থান পেয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি), ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি), ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব...