নাটোরের বাগাতিপাড়া উপজেলার লোকমানপুর উচ্চ বিদ্যালয়ের প্রবীণ বিএসসি শিক্ষক আলহাজ্ব ইউসুফ আলীকে বিদ্যালয়ের পক্ষ থেকে ঘোড়ার গাড়িতে চড়িয়ে রাজকীয় বিদায় জানানো হয়েছে। দীর্ঘ ২৫ বছরের শিক্ষকতা জীবনের ইতি টানেন তিনি। নাটোরের বাগাতিপাড়া উপজেলার লোকমানপুর উচ্চ বিদ্যালয়ের প্রবীণ বিএসসি শিক্ষক আলহাজ্ব ইউসুফ আলীকে বিদ্যালয়ের পক্ষ থেকে ঘোড়ার গাড়িতে চড়িয়ে রাজকীয় বিদায় জানানো হয়েছে। দীর্ঘ ২৫ বছরের শিক্ষকতা জীবনের ইতি টানেন তিনি। আলহাজ্ব ইউসুফ আলী লালপুর উপজেলার কামারহাটি এলাকার বাসিন্দা। ১৯৯০ সালে লোকমানপুর উচ্চ বিদ্যালয়ে যোগদানের পর থেকে তিনি সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে শিক্ষকতা করে আসছিলেন। সোমবার (১৩ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী আয়োজিত বিদায় অনুষ্ঠানটি পরিণত হয় শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীর মিলনমেলায়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল মান্নান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা...