চলতি আন্তর্জাতিক ফুটবলের বিরতির পর প্রথম ম্যাচের আগে স্বস্তির খবর পেয়েছে বার্সেলোনা। চোট কাটিয়ে দলের সঙ্গে অনুশীলনে ফিরেছেন দুই স্প্যানিশ উইঙ্গার লামিনে ইয়ামাল ও ফের্মিন লোপেস। লা লিগায় আগামী শনিবার জিরোনার বিপক্ষে ম্যাচ সামনে রেখে সোমবার অনুশীলনে ফিরেছে বার্সেলোনা। দলের সঙ্গে যোগ দিয়েছেন ইয়ামাল ও লোপেস। কুঁচকির চোটে এই মাসে বিশ্বকাপ বাছাইয়ে স্পেনের দুই ম্যাচ থেকে ছিটকে পড়েন ইয়ামাল। গত মাসে পাওয়া পেশির চোটে তিন সপ্তাহের মতো বাইরে ছিলেন লোপেস। চোটে বাইরে থাকা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া এখনও অনুশীলনে ফেরেননি। এই সপ্তাহের শেষ দিকে তিনি সতীর্থদের সঙ্গে যোগ দেবেন বলে ধারণা করা হচ্ছে। স্পেন দল থেকে আগেভাগে চলে আসা ফেররান তরেসও এই সপ্তাহে অনুশীলনে ফিরতে পারেন। তবে দানি ওলমো, গাভি,...