অর্থাৎ, এখন থেকে একজন গ্রাহক চাইলে বিকাশ থেকে নগদে, ব্যাংক হিসাব থেকে এমএফএসে বা এমএফএস থেকে ব্যাংকে সরাসরি টাকা পাঠাতে পারবেন, কোনও আলাদা সিস্টেমে না গিয়েই। সোমবার (১৩ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট থেকে এই নির্দেশনা জারি করা হয়েছে। নোট: প্রাপককে কোনও ফি দিতে হবে না। ফি’সহ ভ্যাট স্বচ্ছভাবে প্রদর্শন করা হবে এবং প্রেরকের হিসাব থেকে সরাসরি আদায় করা হবে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, প্রতিটি প্রতিষ্ঠানের লেনদেন সীমা আগের মতোই থাকবে। অর্থাৎ ব্যাংক বা এমএফএসের বর্তমান লেনদেন সীমা পরিবর্তন হবে না। ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে টাকা পাঠানোর ফি আগের মতোই প্রযোজ্য থাকবে। বিশেষজ্ঞরা বলছেন, এই ব্যবস্থার মাধ্যমে গ্রাহকরা আরও সুবিধা পাবেন ব্যাংক ও মোবাইল ওয়ালেটের মধ্যে সরাসরি অর্থ স্থানান্তর সম্ভব হবে। নগদ অর্থের ব্যবহার কমবে, লেনদেন...