বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বাংলাদেশের মানুষ ২০১৪, ১৮ ও ২৪ সালে ভোট দিতে পারেনি। তাদের পছন্দমতো সরকার গঠন হয়নি। ফ্যাসিবাদ বিদায়ের পর গণতন্ত্র সামনে আসবে এটাই স্বাভাবিক। সোমবার (১৩ অক্টোবর) বিকালে টাঙ্গাইল শহরের বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠ ও মডেল মসজিদে তালগাছের চারা রোপণ শেষে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, মানুষ এখন জনগণের ভোটের নির্বাচিত সরকার চায়। জনগণ ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচিত করবে। পিআর পদ্ধতির বিভিন্ন কথা তুলে নির্বাচন বানচালের চেষ্টা করলে এ দেশের জনগণ তা মেনে নেবে না। আর যারা এমন কথা বলছেন, তারা মুখে এক কথা বলছেন, আর কাজে আরেকটা করেন। এখন বলছে পিআর পদ্ধতি আর ছয় মাস আগে থেকে তাদের প্রার্থী ঠিক করে বাড়িতে বাড়িতে গিয়ে ভোট চাচ্ছে। এটা মুনাফিকি কাজ।...