জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, বিএনপি অতীতে কখনো এককভাবে সরকার গঠন করতে পারেনি। অন্যদিকে জামায়াতও কখনো বৃহৎ পরিসরে জনগণের প্রতিনিধিত্ব করতে পারেনি। সেই জায়গায় এনসিপি আগামী নির্বাচনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগ্রহণকারী ভূমিকায় থাকবে। তিনি বলেন, “কারা আগামীতে সরকার গঠন করবে—সেই জায়গায় আমাদের সাংগঠনিক ভিত্তিকে শক্তিশালী করার লক্ষ্যেই আমরা বাংলাদেশের প্রতিটি জেলায় সমন্বয় সভা করছি।” সোমবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় শেরপুর জেলা শহরের উৎসব কমিউনিটি সেন্টারের হলরুমে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি। এনসিপির এই নেতা আরও বলেন, “আমরা বাংলাদেশের আইন অঙ্গন থেকে শুরু করে সচিব, নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করেছি। ‘শাপলা’ প্রতীক ব্যবহারে কোনো আইনগত বাধা নেই। তাই আমরা আশা করছি, একটি স্বাধীন নির্বাচন কমিশন কোনো প্রভাবিত সিদ্ধান্ত নেবে না। আমরা শাপলা প্রতীক পাব এবং...