চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে এসি বিস্ফোরণে দগ্ধ হওয়া তিন শ্রমিকের মধ্যে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার বেলা ১১টার দিকে হাসপাতালের গাইনি ওয়ার্ড সংলগ্ন ভবনের ছাদে এসি মেরামতের সময় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে তাদের উদ্ধার করে দুইজনকে হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ওয়ার্ডে এবং একজনকে ক্যাজুয়াল্টি ওয়ার্ডে ভর্তি করা হয়। দগ্ধরা হলেন- মো. শওকত, মো. মিশকাত ও তানভীর। তিনজনই গণপূর্ত বিভাগের আউটসোর্সিং কর্মচারী। এদের মধ্যে শওকত ও মিশকাত হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। বিকালে চিকিৎসাধীন অবস্থায় শওকতের মৃত্যু হয়েছে। এদিকে বিস্ফোরণের বিকট শব্দে হাসপাতালের রোগী, দর্শনার্থীসহ সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকে দৌড়ে হাসপাতালে থেকে বাইরে চলে যায়। পরে বিষয়টি জানতে পেরে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। চমেক হাসপাতাল সূত্র জানায়, সকালে গণপূর্ত অধিদপ্তরের তিন শ্রমিক হাসপাতালের ছয়তলা ভবনের...