অগ্নিকাণ্ড ও ভূমিকম্পসহ প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় ব্যক্তিগত পর্যায়ে সবাইকে সাহস ও নিরাপত্তা বিষয়ে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমান। ইউএনও বলেন, “অগ্নিকাণ্ড ও ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্ঘটনা ঘটলে কী কী করতে হবে, তা সবাইকে জানতে ও প্রচার করতে হবে। এসব দুর্যোগ মোকাবেলায় সাহস ও সচেতনতা অত্যন্ত জরুরি।” রবিবার (১৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে ঈশ্বরগঞ্জ পৌর শহরের চরনিখলা উচ্চ বিদ্যালয় মাঠে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আয়োজিত অগ্নিকাণ্ড ও ভূমিকম্প বিষয়ে সচেতনতামূলক মহড়া শেষে তিনি এসব কথা বলেন। ‘সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের (ডিডিএম) আয়োজনে মহড়াটি পরিচালনা করে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। এতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।...