জাতীয় নির্বাচনকে বোঝার জন্য গণভোট আগে হওয়া দরকার বলে মত দিয়েছে জামায়াতে ইসলামী। সোমবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের জানান, জাতীয় নির্বাচন ও গণভোট আলাদাভাবে করতে ইসিকে মানসিকভাবে প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছে জামায়াত। সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেন, ‘৫৪ বছরের নির্বাচনে প্রচলিত পদ্ধতিতে সুষ্ঠু ভোট হয়নি। তাই ইসিকে জামায়াতে ইসলামী পিআর ও প্রচলিত—দুই পদ্ধতিই বিবেচনা করার আহ্বান জানিয়েছে। এসব বিষয়ে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী পদক্ষেপ নেওয়ার কথা বলেছে ইসি।’ মো. তাহের বলেন, ‘পিআর পদ্ধতিতে ভোট হলে কারচুপির সুযোগ...