ঢাকা সেনানিবাসের এমইএস ভবনকে অস্থায়ী কারাগার ঘোষণা করেছে সরকার। গুমে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের গ্রেপ্তারের পর সেখানে রাখা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে কারাগারের সার্বিক দায়িত্বে থাকবে কারা কর্তৃপক্ষ। এদিকে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম আবারও জানিয়েছেন, পুলিশ এই সেনা কর্মকর্তাদের গ্রেপ্তার করার ২৪ ঘণ্টার মধ্যে আদালতে তুলতে হবে। ‘আয়নাঘরে’ বছরের পর বছর গুম করে নির্যাতনের অভিযোগে শেখ হাসিনাসহ ডিজিএফআই ও র্যাবের ৩০ কর্মকর্তার নামে পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। এদের মধ্যে ২৩ জনই সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তা, যার মধ্যে ডিজিএফআইয়ের সাবেক ৫ জন ডিরেক্টর জেনারেলও (ডিজিও) রয়েছেন। গত শনিবার সেনাসদর জানিয়েছিল, চাকরিতে থাকা পরোয়ানাভুক্ত ১৫ জন তাদের হেফাজতে রয়েছেন। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, ফৌজদারি কার্যবিধি ও জেল আইন অনুযায়ী ঢাকা সেনানিবাসের বাশার রোডের কাছে এমইএস-এর ৫৪ নম্বর...